নিউজ চাটগাঁ ডেক্স : শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম(বিবিএফ) ও রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার যৌথ আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বিবিএফ বাস্তবায়িত লোকাল রাইটস্ প্রোগ্রাম-এলআরপি’র আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের রাজাখালিস্থ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালিত হয়। সম্প্রতি আয়োজিত উক্ত চিকিৎসাক্যাম্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ নং ও ৩৫ নং ওয়ার্ডের মোট ৫৮৩ জন শিশু এবং তাদের অভিভাবকরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহন করেন। শিশুস্বাস্থ্য, মেডিসিন এবং গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে পরিচালিত উক্ত স¦াস্থ্যসেবা ক্যাম্প এ ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক রোটারিয়ান মোশারফ হোসাইন এর সভাপতিত্বে চিকিৎসাক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা ড. আকবর হোসাইন, রোটারিয়ান খন রঞ্জন রায়, রোটারিয়ান আমানউল্লাহ, শিশু শিক্ষা নিকেতন এর দাতা সদস্য সাইদ হোসাইন, ৩৫ নং ওয়ার্ড নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধীর রঞ্জন শীল, কমিটির সদস্য রেশমা আকতার ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর চীফ রিপোর্টার মুজিবউল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রধান নির্বাহী উৎপল বড়–য়া। বিনামূল্যে চিকিৎসা তথা স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন ডা. জান্নাতুল নাঈম জেকি, ডা. তাহমিদা ফারজানা জাফরিন, ডা. হারুন, ডা. আসিফ আবদুল্লাহ ও ডা. অনন্যা পাল এবং কার্যক্রম সমন্বয় করেন বিবিএফ এলআরপি প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলী, স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী ও প্রজেক্ট অফিসার আবুল কালাম আযাদ।
অতিথিগণ চিকিৎসা সেবা কার্যক্রম পর্যক্ষেণ করেন এবং অভিভাকদের শিশু স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ নিয়মসমূহ অনুসরনের জন্য পরামর্শ প্রদান করেন। অতিথিগণ একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম এর এইধরনের প্রান্তিক মানুষের উন্নয়নে পরিচালিত কার্যক্রমে সকল ধরনের নীতিনির্ধারকদের সম্পৃক্ততা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ব্রাইট বাংলাদেশ ফোরাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ ও ৩৫ নং ওয়ার্ডে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শিশু অধিকার সমুন্নতকরণ, যুবউন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থা সমূহকে সংবেদশীল করার লক্ষ্যে লোকাল রাইটস প্রোগ্রাম তথা “এডভান্স প্রোগ্রাম ফর ইমপ্রুভ্ড লাইফ স্টাইল অব দ্য আরবান পুওর” (এপিলাপ) প্রকল্প বাস্তবায়ন করছে।