বিবিএফ’র উদ্যোগে জলবায়ু বান্ধব কৃষির জন্য যুব-নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে একশনইড বাংলাদেশ এর সহযোগিতায় পরিবেশ বান্ধব কৃষি ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৬ জন যুব নারীদের মাঝে ১০,০০০/- করে মোট ৬০,০০০/- (ষাট হাজার টাকা)’র চেক বিতরণ করা হয়। যুব নারীরা বিভিন্ন জলবায়ু ও পরিবেশ বান্ধব প্রকল্প যেমন ইকো ব্যানার, পরিবেশ-বান্ধব হাট, গ্রীন-পেন, ছাদ বাগান প্রমুখ কর্মসূচি সহ বিভিন্ন জলবায়ু ও পরিবেশ বান্ধব প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যেমে বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিবিএফ এর বাকলিয়াস্থ প্রধান কার্যালয়ে আয়েজিত উক্ত চেক হস্তান্তর এর সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, বিবিএফ’র প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া ও বিবিএফ’র ব্যবস্থাপক (কর্মসূচি) সোহাইল উদ দোজা। উক্ত চেক হস্তাস্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার এপিলাপ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। এ’সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটির সাধারণ মানুষের পাশাপাশি চট্টগ্রামের বেশ কিছু যুব নারী-পুরুষ।

0Shares

নিউজ খুজুন