চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন স্বাস্থ্যভবনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মোঃ আবদুর রব, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. রওশন আরা বেগম, কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র কনসালট্যান্ট ডা. সঞ্জয় প্রসাদ দাশ, বক্ষ ব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুল করিম, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. কমরুল আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ কমরুল আযাদ, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাবেদ। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোঃ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পিএ মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমূখ। সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়সহ বিভিন্ন সরকারী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ এক গৌরবময় বিজয়গাথা। সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল লাল সবুজ পতাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। যারা স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।