বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সারাদেশে মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার, পাহাড়ে হত্যাকান্ড ও সংঘাত নিরসনের দাবিতে বিকাল ৪ টায় নিউমার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন,উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের স্বৈরশাসনের অবসান হয়। কিন্তু এদেশের মানুষ শুধু চেহারা কিংবা ব্যক্তির পরিবর্তন চায় নায়। চেয়েছিলো ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন। কিন্তু সাম্প্রতিক সময়ের পরিস্থিতিতে অনেকগুলো ঘটনায় জনগণের মধ্যে আবারও তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে। গণমানুষের আকাঙ্খার বিপরীতে আওয়ামিলীগ রাষ্ট্র পরিচালনার কারনে গত ১৬ বছর মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ, গুম, খুন, বিনা বিচারে হত্যাকান্ড সহ অসংখ্য ঘটনা মানুষের মনে গেঁথে আছে। সেই দাগ শুকাতে না শুকাতে আবারও মব জাস্টিসের নামে ঢাবি, জাবি সহ সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। পাহাড়ে সংঘাত নিরসনের পরিবর্তে জাতিগত সংঘাতকে আরও উস্কে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর গুলিতে পাহাড়ি যুবকের হত্যাকান্ডে শিউরে উঠেছে সাধারণ মানুষ। বছরের পর বছর পাহাড়ে সেনাশাসন জারী রাখা হয়ছে। এ সমস্যার দ্রুত নিরসন করতে হবে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। কিন্তু উপদেষ্টারা বাজারের সিন্ডিকেট ভাঙা নিয়ে কোনো কথায় বলছে না। বরং বিভিন্ন জায়গায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে ধ্বংস হয়েছে মাজার, হামলা হয়েছে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি। এমতাবস্থায় আইনের শাসন, মানবিক মর্যাদা ও নিরাপত্তা বিধানের কোনো বিকল্প নেই। অবিলম্বে বিচার বহির্ভূত সকল হত্যাকান্ডের বিচার, পাহাড়ে সেন শাসন প্রত্যাহার করে সৃষ্ট সংকট নিরসন করতে হবে।
পাঠক সংখ্যাঃ ৬২
0Shares