রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে আজ ২৮ জানুয়ারি বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণের পাশে থেকে তাদের মন জয় করার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা ছিল।
বিএনপি নেতাকর্মীরা দুঃসহ জীবন যাপন করেছেন। অনেক কষ্ট ও আপসহীনতার বিনিময়ে আজকে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটিকয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। অসচ্ছল নারীদের জন্য কার্ড প্রদান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন নির্মাণ করা হবে।
এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন।