তারুণ্যের শক্তির জয়গানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে আজ অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা। বান্দরবান জেলা তথ্য অফিস আয়োজিত এ আলোচনা সভার মূল শ্লোগান ছিলো ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, তথ্য অফিসার মো. মিজানুর রহমান প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে দেশের বিশাল অংশ হচ্ছে তরুন। তারুণ্যের রয়েছে অমিত শক্তি। এ শক্তির প্রমাণ আমরা জুলাই-আগস্টে দেখেছি। সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোসহ তারুণ্য নির্ভর দেশ গঠনে তাই তারুণ্যের এ প্রবল জোয়ারকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, গণঅভুত্থান পরবর্তী দেশ গড়ার কাজটি অনেক চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ উত্তোরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের শক্তির বিভিন্ন দেশের উদাহরণ দেন। তারা বলেন, গণঅভুত্থানের চেতনা ধারণ করে বান্দরবান জেলাকে দুর্নীতিমুক্ত করাসহ জেলার শিক্ষা স্বাস্থ্য ও পর্যটন ব্যবস্থার সত্যিকার উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ রাখা চলবে না। তারা গণঅভুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন। তারা বলেন, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশ বিশে^ এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভুত্থানের উপর নির্মিত ‘গণমুক্তি অনিবার্য’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় জেলার সরকারি দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, সাংবাদিক এবং স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশ নেন।