বান্দরবানে আনন্দঘন দিন কাটালো নিউজ চাটগাঁর পত্রিকা পরিবার

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের ন্যায় এবারও দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার উদ্যোগে বার্ষিক বনভোজন পাবর্ত্য চট্টগ্রামের মনোরম পরিবেশ বান্দরবানে আনন্দঘন পরিবেশের মধ্যে সম্পন্ন হয়েছে। দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের পুর্ণমিলনে পরিণত হয় এক মূহুর্ত। বান্দরবানের মেঘলা ট্যুরিজম কমপ্লেক্সে এবং বান্দরবান জেলা পরিষদেও মাঠ প্রাঙ্গনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে শেষ প্রান্তে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধান চৌধুরী। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার মল্লিক ও সাংবাদিক উজ্জল কুমার তজ্যাঙ্গ। নিউজ চাটগাঁর সিনিয়র স্টাফ রির্পোটার অভিষেক চৌধুরী’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহ সম্পাদক মোহাম্মদ মুছা, সহ সম্পাদক আন্না ভট্টাচার্য্য, সিনিয়র সম্পাদনা সহকারী দীপংকর দাশগুপ্ত, অতিথি হিসেবে তপন চৌধুরী, রাউজান প্রতিবেদক মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, জুনিয়র সম্পাদনা সহকারী নয়ন বণিক।
অনুভূতিব্যক্তকালে দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার আবাসিক সম্পাদক অঞ্জন কুমার সেন বলেন, দৈনিক নিউজ চাটগাঁ এ মেলবন্ধনের মাধ্যমে সবাই একসাথে হওয়ার সুযোগ হয়েছে। এই বন্ধন অটুট রাখতে সকলের সার্বিক সহযোগিতা এবং আনন্দের সঙ্গে উপস্থিত থাকাটাও নিজেকে ধন্য মনে করেন।
দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার মল্লিক বলেন, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার মাধ্যমে আমার জনগণের কথা সমূহে তুলে ধরতে পারি। পত্রিকার বাৎসরিক এই আয়োজন আমাদের জন্য আলাদা একটি মাত্রা যোগ করে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে বনভোজন আয়োজনের করার আশা ব্যক্ত করেন।

দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধান চৌধুরী বলেন, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার এই আয়োজনে সকলে অংশগ্রহণ করায় ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে। প্রত্যেক বছরের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে। সকলকে নিয়ে এ আয়োজন সবসময় অব্যাহত থাকবে।

0Shares

নিউজ খুজুন