নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের পরিচ্ছন্নতা বিভাগের সেবকরা এলাকার কৃষক রোড সংলগ্ন খালের ময়লা আবর্জনা আজ ২২ মার্চ পরিস্কার করেছে। পরিস্কার পরিচ্ছন্নতার এই কাজ সরেজমিন পরিদর্শন ও তদারক করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম।
এসময় ওয়ার্ডের পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার,সুপারেন্টেনডেন্ট ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে কাউন্সিলর মো.শহিদুল আলম বলেন,বর্ষা মৌসুম আসন্ন। এই সময়ে নালা নর্দমা পরিস্কার রেখে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এদিকে সরকারের বৃহৎ বরাদ্দে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ এখনো চলমান আছে। সম্পূর্ণ কাজ শেষ হলে জলাবদ্ধতার এই সমস্যা আর থাকবেনা আশাকরা যায়।
তিনি, চলমান উন্নয়ন প্রকল্পের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন কোন অবস্থায় নালা খালে ময়লা আবর্জনা ফেলবেন না। এতে চলাচলের রাস্তাঘাট ময়লা আবর্জনায় ডুবে জনদুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। শহিদুল আলম রাস্তা ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করা থেকে বিরত থাকতে বলেন। এতে যানজট সৃষ্টির পাশাপাশি নগরবাসীসহ কর্মজীবী মানুষের কর্মঘন্টা নষ্ঠ হয়। কাউন্সিলর পবিত্র রমজানে বিদ্যুত,সুপেয় পানি ও আবাসিক গৃহের গ্যাস সংযোগ সরবরাহ স¦াভাবিক রাখতে সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান। তিনি পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের যানজট নিরসনে ডিসি রোড,কেবি আমান আলী রোড বাকলিয়া এক্সেস রোডসহ সকল বাইলেনে যাতে অবৈধ স্থাপনা ও ভ্যানের সাহায্য কেউ দখল বা ব্যবসা পরিচালনা করতে না পারে এজন্য স্থানীয় চকবাজার ও বাকলিয়া থানার সহায়তা কামনা ও এ জন্য প্রয়োজনীয় সব সহায়তা করবেন বলে উল্লেখ করেন।