বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের এক বর্ধিত সভা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে মোঃ জাফর উল্ল্যাহ মজুমদার এসএম/এসআরভি’র সভাপতিত্বে এবং এসএম/২/ঢাকা জনাব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র সংগঠনের চার ডিভিশনের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যাক স্টেশন মাস্টারবৃন্দ উপস্থিত ছিলেন ২০০৪ সালে গঠিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং উক্ত কমিটির ২১ জন সদস্যদের মধ্যে সাধারন সম্পাদকসহ ১৬ জন গুরুত্বপূর্ণ সদস্য মৃত্যুবরন করার পরও নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত না হওয়ায় বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।পরবর্তীতে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে সর্বসম্মতিক্রমে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।কিন্তু করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় এবং কয়েকজন সদস্য অবসর গ্রহন করায় নির্ধারিত সময়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা সম্ভব হয়নি। সভায় বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষনা করে গত ০৯/০৩/২১ইং তারিখে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে সর্বসম্মতিক্রমে আংশিক সংশোধন পূর্বক ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ০৩ মাসের মধ্যে চারটি বিভাগীয় কমিটিসহ একটি পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করবেন। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান আহবায়ক কমিটি বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জাফল উল্ল্যাহ মজুমদারকে আহ্বায়ক, এটিএম মুসা ও মোঃ সাজেদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে চট্টগ্রাম বিভাগ হতে আহ্বায়ক মোঃ জাফর উল্লাহ মজুমদার সহ অন্যান্য সদস্যরা হলেন এস.এম ফখরুল আলম, আব্দুস সালাম ভূইয়া, মুহাম্মদ হারুন, ফরহাদ বিন জাফর চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম, মারুফ হোসেন, আবু জাফর মজুমদার, আরও ৪টি বিভাগ হতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য সদস্যরা হলেন মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, লিটন চন্দ্র দে, শাহাদত হোসেন, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, নাজমুল হাসান মিঠু, নাঈম মিয়া, রূপন চক্রবর্ত্তী, অশোক কুমার চক্রবর্ত্তী, রেজাউল করিম সজল, আনোয়ার শাহাদাত, মাসুম আলী খান, মোস্তাফিজুর রহমান নয়ন, আল আমিন, বাবু আল রশিদ, এ.বি.এম জিয়াউর রহমান, নুরে আলম, সোলায়মান কবির মাসুম।

0Shares

নিউজ খুজুন