বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল দপ্তর কর্তৃক নববর্ষ ও সংবর্ধনা সভা ২০২২ অনুষ্ঠিত

পূর্বাঞ্চল পরিবহন ও বানিজ্যিক বিভাগের উদ্যোগে অতিরিক্ত প্রধান পরিবহন কর্মকর্তা/ পূর্ব হিসাবে জনাব জাকির হোসেন স্যারের পদোন্নতি প্রাপ্তিতে এক সংবর্ধনা অনুষ্ঠান সিওপিএস/পূর্ব মহোদয় জনাব এ এম সালাউদ্দিন স্যারের সভাপতিত্বে এবং ডিটিএনএল সিআরবি জনাব শাহিদ হোসেন খোকনের সঞ্চালনায় সিওপিএস(প্র্বূ) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চীফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিসিও/ চট্টগ্রাম আনসার আলী, ডিটিও/চট্টগ্রাম তারেক মুহাম্মদ ইমরান, এসিওপিএস সাহেব উদ্দিন, কামাল আকতার, এসিসিএম সাহাদাত হোসেন, সহকারী পরিবহন কর্মকর্তা/চট্টগ্রাম মোঃ মনিরুজ্জামান, সিটিএনএল/সিআরবি মোঃ শাহাবুদ্দিন,এসএম গ্রেড-১ মোঃ জাফর আলম,টিআই/পোর্ট মাসুম সিকদার, টিআই মহিউদ্দিন মুকুল, স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভাপতি মোঃ জাফর উল্ল্যাহ মজুমদার, সিঃসদস্য-ফকরুল আলম পারভেজ,আব্দুস সালাম ভূঁইয়া, মোহাম্মদ হারুন, মোঃ মারুফ হোসেন, রেলওয়ে মেন্স স্টোরের পরিচালক জনাব ওলিউল্ল্যাহ সুমন,গার্ড কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক আব্দুল্লাহ আল আমিন শামীম,কল্যান ট্রাস্টের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম সহ পূর্বাঞ্চল ট্রাফিক পরিবারের সর্বস্থরের কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল নবনিযুক্ত এডিশনাল সিওপিএস/পূর্ব মহোদয় কর্তৃক প্রথম বারের মত কাজের মূল্যায়ন যাচাই পূর্বক ২ জন সেরা কর্মচারী নির্বাচিত করন।এর অংশ হিসেবে স্টেশন মাস্টার/বাড়বকুন্ড রাজকুমার রায় এবং সিওপিএস/পূর্ব দপ্তরের কর্মচারী জমাদার মোঃ মতিউর রহমানের নাম ঘোষনা করেন। তাদের দুজনকে কাজের মূল্যায়ন স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।করনোনাকালীন সময়ে জনাব রাজকুমার রায় স্টেশনের আঙিনায় চাষাবাদ,গরিব দুস্থদের পাশে হাত বাড়িয়ে দেওয়া,প্রশাসনে কাজে সর্বোচ্চ সহযোগিতা এবং জমাদার মতিউর রহমান করনোনাকালীন সময়ে প্রায় প্রতিনিয়ত উক্ত দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট ছিলেন।
অনুষ্ঠানের ২য় পর্বে নবনিযুক্ত এডিশনাল সিওপিএস/পূর্ব মহোদয় কাজে যোগদান করায় স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন,ট্রাফিক কর্মচারী ঐক্যপরিষদ,গার্ড কাউন্সিল,সিওপিএস দপ্তরের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
নববর্ষ ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিএম/পূর্ব মহোদয় ও উক্ত অনুষ্ঠানের সভাপতি সিওপিএস/পূর্ব মহোদয় আজকের সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজকবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

0Shares

নিউজ খুজুন