বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : বাংলাদেশ জাতীয়হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে ও মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক এর উপস্থিতিতে গত ১৬ জানুয়ারী তারিখে কেন্দ্রীয় নীতি নির্ধারণী সভার সিদ্ধান্তক্রমে ৮১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন করা হয়। তথায় প্রকৌ.নীপেশ রঞ্জন হোরকে সভাপতি ও কৃষ্ণপদ আচার্য্যকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন।
এই বিভাগীয় কমিটির সদস্য পদে আরো আছেন- নির্বাহী সভাপতি হরি নারায়ণ ভট্টাচার্য্য, সহ-সভাপতি চন্দন চক্রবর্ত্তী, লায় নপিন্টু দাশগুপ্ত, উৎফল রক্ষিত, কালিপদ সেন, লায়ন ডাঃ রতন চন্দ্র ভৌমিক, দীনেন্দু দত্ত, স্বপন ভট্টাচার্য্য, দীপেন ঘোষ, ডাঃ সনজিত কুমার দাশসহ ১৫জন সহ-সভাপতি, প্রধান সমন্বয়কারী এস, কে, আচার্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক বিমল চন্দ্র নাথ, পিংকুভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা উজ্জ্বল বিশ্বাসসহ-সাংগঠনিক সম্পাদক রূপন মহাজন, জলসন ধর নয়ন, অর্থ সম্পাদক বনবিহারী আচার্য্য, তাপস ধর, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌ. রাসেল দাশ, যুব-বিষয়ক সম্পাদক কানুলাল দেবনাথ, দপ্তর সম্পাদক অধ্যাপক মিল্টন দেবনাথ, অধ্যাপক গৌরিশংকর চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদীকা শিক্ষিকা রানু চক্রবর্ত্তীসহ আরো বিভিন্ন পদে অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

0Shares

নিউজ খুজুন