বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের ইন্সট্রাক্টর মোঃ ইমরান চৌধুরীর বদলির প্রতিবাদে ৭ অক্টোবর চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি করেছে সাধারণ প্রশিক্ষণার্থী ও শিল্পকারখানায় কর্মরত ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকরা।
মানববন্ধন থেকে উপস্থিত সকলে বদলির এই আদেশ দ্রুত প্রত্যাহার দাবি জানিয়েছেন। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন।
বিকেটিটিসি চট্টগ্রাম প্রাঙ্গণে বিকেটিটিসি চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেড পরিবারের ব্যানারে মানববন্ধনের বক্তারা বলেন, বিকেটিটিসি চট্টগ্রামের দুর্নীতিবাজ অসৎ লোকদের বদলি করা হয়নি। কিন্তু একজন সৎ ইন্সট্রাক্টরকে মিথ্যা অভিযোগে বদলি করা হয়েছে।যদিও অফিস আদেশে জনস্বার্থে এই বদলির করা হলেও নেপথ্যের ঘটনা ভিন্ন।যা বিগত দিনের কার্যক্রমে স্পষ্ট। অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দিতেই এই বদলির আদেশ দেয়া হয়েছে বলে দাবি করেন বক্তারা। তারা বলেন,আমরা জানতে চাই কার ইশারায় বা কোন দুর্নীতিবাজদের নির্দেশে এটা হয়েছে।
বক্তরা আরো উল্লেখ করেন, আমরা সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলেই নিজ নিজ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও নির্দেশ মানবে। কিন্তু চট্টগ্রামের মত একটি গুরুত্বপূর্ন শহরে যেখানে জাহাজ নির্মাণ ও মেরামত সহ ওয়েল্ডিং খাতের বড় সম্ভাবনাময় স্থান রয়েছে এবং প্রতি বছর শত শত ওয়েল্ডারদের প্রয়োজন আর সেই চাহিদার ভিত্তিতে দক্ষ ওয়েল্ডার তৈরির জন্য বিকেটিটিসি চট্টগ্রাম এর বিএমইটি এর একমাত্র স্কিল লেভেল-৪ ট্রেইনার মো: ইমরান চৌধুরী এর প্রশিক্ষণ ও বলিষ্ট ভূমিকার জন্য এক অনন্য অবস্থানে বিকেটিটিসি চট্টগ্রাম এর ওয়েল্ডিং ট্রেড। ২০১৯ সালের পর স্যারের দক্ষতায় নিয়মিত প্রশিক্ষণ, SEIP, AEOSIB-SEIP, ILO Skill-21 সহ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মকাণ্ডে এসেছে যুগান্তকারী পরিবর্তন। যার হাত ধরে বিকেটিটিসি ওয়েল্ডিং ট্রেড এর পদচারণা দেশে বিদেশে সকল অংঙ্গনে। তাই তারা এই প্রশিক্ষকের বদলি বাতিল পূর্বক স্বপদে বিকেটিটিসি চট্টগ্রাম এ প্রশিক্ষক হিসেবে দেখতে চান বলে জানান।
আরো উল্লেখ করেন,আমরা সাধারণ প্রশিক্ষণারা কোন প্রতিষ্ঠানের অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষা ও নীতিগত সিদ্ধান্ত বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। তবে, অযৌক্তিক ভাবে একটি সম্ভাবনাময় ট্রেড ও প্রশিক্ষকদের বদলি আমাদের মনে সন্দেহ জাগায়, আমরা মনে করি স্বার্থান্বেষী মহলের কোন ষড়যন্ত্র চলতেছে যা আমরা মানতে পারি না। তাই রাজপথে নামতে বাধ্য হয়েছি।
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ ইলিয়াস নিকট স্মারক লিপি জমা দেওয়া হয়। তিনি সাধারণ প্রশিক্ষণার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর আশ্বাস দিলে সকল কর্মসূচি স্থগিত করেন বর্তমান ও প্রাক্তন প্রশিক্ষণার্থীরা।
ওয়েল্ডিং ট্রেডের সাধারণ প্রশিক্ষণার্থীদের পক্ষে উক্ত মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় করেন মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ ইয়াসিন, ইভানা আরফিন, টোটন নন্দি, মোঃ সাদ্দাম হোসেন,মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ মিজানুর রহমান,মোঃ শহিদুল ইসলাম,সাব্বির গাজী,রাজিব হোসেন,মোঃ মুজাহিদ,মোঃ জুবায়ের, ইনসাহ, সাধারণ প্রশিক্ষণার্থী সহ প্রমূখ।
পাঠক সংখ্যাঃ ২৩৬
0Shares