যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট অ্যাম্বাসেডর কেলি কেইডারলিং বলেছেন, বাংলাদেশ ও ভারতই মূলত দক্ষিণ এশীয় অঞ্চলের ভবিষ্যত প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বাড়াবে। ‘মৈত্রী দিবস (বন্ধুত্ব দিবস)’ উদযাপনের জন্য ওয়াশিংটন, ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সাথে যৌথভাবে ভারতীয় দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণকালে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের অংশীদারিত্বকে অনেক গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।
কেইডারলিং বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থায়ী বন্ধুত্ব পর্যবেক্ষণ করে এবং এ সম্পর্ক পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই অঞ্চলে শক্তি ও স্থিতিশীলতার উৎস হিসেবে বিরাজ করছে। বাংলাদেশ ও ভারত সরকারের সম্মতিতে ১৮টি বিদেশি রাজধানীতে ঐতিহাসিক ‘মৈত্রী দিবস’ এর যৌথভাবে উদযাপনের অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহীদুল ইসলাম আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারত একসাথে একটি সমৃদ্ধশীল দক্ষিণ এশিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সাথে একটি পারস্পারিক সহযোগিতা ও সহায়তার উদ্দেশে কাজ করে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু, একটি ভিডিও বার্তায় বলেছন যে, ভারত ও বাংলাদেশের আজ ব্যাপক সম্পর্ক রয়েছে যা মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের উৎস।