দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স: গত ২৪ জানুয়ারী বহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি ঢাকায় গঠন করার লক্ষ্যে কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়। উক্ত আইনজীবী কল্যাণ সমিতির কার্যক্রমকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গঠন করা হয় এক নির্বাচনী প্রক্রিয়া। ঢাকায় নিযুক্ত রয়েছে চট্টগ্রামের একধিক অভিজ্ঞ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইনজীবিবৃন্দ। তারা ধারাবাহিকতায় সমিতির আগামীর পথ চলার নেতৃত্ব নির্ধারণ করতে প্রতিটি পদের জন্য বিভিন্ন পদে প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রণ করেন। এই নির্বাচনকে একটি সুন্দর নিরপক্ষ নির্বাচন উপহার দিতে গঠন করা হয় অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে নির্বাচন কমিশন। উল্লেখ্য যে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিভাগের উত্তর জেলা রাউজান থানার সুযোগ্য সন্তান বাংলাদেশ ডেপুটি এ্যার্টনি জেনারেল এডভোকেট আবুল হাশেম। ভোটে শেষে দেখা যায় ঢাকায় অবস্থিত বহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির প্রার্থীদের মাঝে এক আনন্দ উল্লাস। পরিশেষে নির্বাচন কমিশন বাংলাদেশ ডেপুটি এ্যার্টনি জেনারেল এডভোকেট আবুল হাশেমকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।