বধ্যভূমি সংরক্ষণের দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিসমূহ ও স্মৃতিচিহ্ন স্থাপনের দাবিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ। আজ ৯ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের হাতে স্মারকলিপি জমা দেন ছাত্র ইউনিয়নের নেতারা।

স্মারকলিপিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আমাদের জাতির জন্য সর্বোচ্চ প্রেরণার উৎস। চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় সংঘটিত আলবদর-আলশামস সহ যুদ্ধাপরাধী পাকিস্তানী ঘাতক শক্তি কর্তৃক গণহত্যার স্মৃতি বহনকারী বধ্যভূমিসমূহ এই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। চট্টগ্রাম শহরের ৬১টি চিহ্নিত বধ্যভূমি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হলেও, এখনও সেগুলোর যথাযথ সংরক্ষণ বা স্মৃতিচিহ্ন স্থাপনের কার্যক্রম বাস্তবায়ন হয়নি। এর মধ্যে পাহাড়তলী বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ স্থাপিত হলেও অযত্ন অবহেলায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং এটি এখন মাদকসেবীদের আড্ডা স্থানে পরিণত হয়েছে। ইউএসটিসি কর্তৃক দখলকৃত এই বধ্যভূমির মূল অংশও যথাযথ সংরক্ষিত নয়। হালিশহর নাথপাড়া মধ্যভূমির অবস্থা আরও করুণ।

স্মারকলিপিতে ছাত্রনেতারা পাঁচটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- পাহাড়তলী বধ্যভূমি দখলমুক্ত করা সহ চট্টগ্রামের ৬১টি বধ্যভূমিগুলো দ্রুত সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, পাহাড়তলী বধ্যভূমিতে একটি কমপ্লেক্স তৈরি করে, যেখানে সকল বধ্যভূমির ঘটনাবলী ও শহীদদের নাম অন্তর্ভুক্ত করে বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা, চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি ও গবেষণা কার্যক্রম শুরু করা, বধ্যভূমি সংরক্ষণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারি উদ্যোগ গ্রহণ, মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে, সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, সহ সভাপতি অয়ন সেন গুপ্ত, সাবেক সহ সভাপতি ডেনি বিশ্বাস, কোষাধাক্ষ্য তানভীর ইলাহী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরনাহার আক্তার শিরিন, সদস্য স্নেহেন্দু বণিক, অরিত্র ভট্টাচার্য্য, জীবন প্রমূখ।

0Shares

নিউজ খুজুন