বঙ্গীয়’র ‘বীরত্বের সম্মাননা’ পেলেন চসিক মেয়র রেজাউল করিম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ঘোষিত ‘বীরত্বের সম্মাননা’ পেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বীর সম্মাননা পাওয়া পাঁচজনের মধ্যে অন্যরা হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাব-সেক্টর কমান্ডার সরিত কুমার লালা, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন খান, নাট্যঋষি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। গত ৩০ডিসেম্বর’২১ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। চসিক মেয়রের সেসময়ে অনুপস্থিতির কারণে আজ দুপুর ১টায় বঙ্গীয়’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি প্রাবন্ধিক কামরুল ইসলাম তাঁর কার্যালয়ে এসে তাকে সম্মাননা স্মারক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বঙ্গীয়’র চট্টগ্রাম শাখার সভাপতি কবি শাওন পান্থ, বঙ্গীয়’র বিশ্বসভার সদস্য নাট্যশিল্পী কঙ্কন দাস ।
বঙ্গীয়’র বিশ্বব্যাপী অসীমান্তিক অভিযাত্রায় মেয়র ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রামের প্রতœতাত্ত্বিক, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। বিশেষ করে বীরকন্যা প্রীতিলতা’র স্মৃতিচিহ্নের মর্যাদা সংরক্ষণ ও ইউরোপীয়ান ক্লাবকে মৌলিক অবকাঠামো ঠিক করে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়ার প্রসঙ্গ তুলে ধরেন।
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চট্টগ্রামের সাংস্কৃতিক ও অর্থনৈতিক মেলবন্ধন ও মেয়র মহোদয়ের গৃহীত পদক্ষেপ সময়োচিত বলে উল্লেখ করেন।

0Shares

নিউজ খুজুন