বঙ্গবন্ধু আই আই ইউসি-জিএসসি আন্তবিভাগীয় ফুটবল উদ্বোধন

নিউজ চাটগাঁ থেকে মামুন : ১২ইঅক্টোবর আই আইইউসির কুমিরাস্থ ক্যাম্পাসে বঙ্গবন্ধু আই আই ইউসি-জিএসসি আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় । টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামীবিশ্ব বিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসরড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বেলুন উড়ানোর মাধ্যমে, বঙ্গবন্ধু আই আইইউসি-জিএসসি আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২এর শুভ সূচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অবট্রাস্টের চেয়ারম্যান প্রফেসরড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন “শিক্ষার্থীদের নিয়মিত লেখা-পড়ার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি খেলাধুলায় উৎকর্ষতা অর্জনের জন্য আহ্বান জানান। এতে “শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি, শারীরিকভাবে ফিটনেস আসবে।”
তিনি ছাত্র জীবনের স্মৃতি রোমন্থন করে বলেন,“শারীরিক সুস্থতার জন্য শারীরিক চর্চা অনুশীলনসহ নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতাম আমি।“ আইআইইউসি’র ট্রেজারার প্রফেসরড. মুহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসরড. মছরুরুলমওলা, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যা ন প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, এক্সামিনিশন কন্ট্রোলার প্রফেসরড. এম. গিয়াস উদ্দিন হাফিজ, আইআইইউসি’র রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির কো-কনভেনর যাহেদুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিএসসিগ্লোবাল সলিউশন এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আকতার হোসাইন, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক ড. মহিউদ্দিন মাহী, প্রক্টর ড. নেজামুল হক, পরিচালক ওবহদ্দার হাট অফিস কো-অর্ডিনেটর মো. ফয়সাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েল ফেয়ার ডিভিশনের ডিরেক্টর ও টুর্নামেন্ট কমিটির সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান, স্পোর্টস ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুস সেলিম এবং বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, শিক্ষক – কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খেলায়াড় ধারা ভাষ্যদেন এডমিনিস্ট্রেটিভ এসিস্ট্যান্ট মোঃ সেলিম উদ্দিন ও এডমিনি স্ট্রেটিভ অফিসার শফিকুল আজম। খেলা পরিচালনা করেন সিজেকেএস রেফারি সমিতির সম্মানিত রেফারীবৃন্দ। এটুর্নামেন্টে ১৪টি বিভাগের ১৪ টি টিম নকআউট পদ্ধতিতে এটুর্নামেন্টে অংশ গ্রহণ করছে।

0Shares

নিউজ খুজুন