ফয়েজ লেক সীওয়ার্ল্ডে এসএসসি-৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ভিত্তিক সংগঠন “এসএসসি-৮৯। এইচএসসি-৯১” গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের বন্ধুদের আয়োজনে নগরীর ফয়’জলেকস্থ সীওয়ার্ল্ডে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।ÒFriends for Share & Care – সহযোগিতার বন্ধনে বন্ধুত্ব” এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুইশতাধিক ব্যাচমেট বন্ধুর অংশগ্রহণ ছিল এই আয়োজনে। অনুষ্ঠানমালায় ছিল কেক কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন, জাতীয় সঙ্গীত, ’৭১ এর শহীদ মুক্তিযোদ্ধা, ’২৪ এর অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে শোক ও নিরবতা পালন, লেক দর্শন, সীওয়াওয়ার্ল্ডে রাইড উপভোগ, ফটোসেশন ইত্যাদি। মিলনমেলায় স্বাগত বক্তব্য রাখেন এ. এইচ মিজান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং সম্পূর্ণ অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন সদ্য বিদায়ী এডমিন ঝিলক জাহেদ।

মিলনমেলা উপলক্ষে অহিদ সিকদারকে আহ্বায়ক, মোস্তাক আহম্মদকে সদস্য সচিব এবং এ. এইচ মিজান, ডা. আসফিয়া, মনোয়ার, মুক্তি, তুহিন, জসীম, নজরুল, বাশার, সোহাইলউদ্দোজা, মিনা, মানিক, রোজীসহ ২৭ সদস্যবিশিষ্ট গঠিত উদযাপন কমিটি অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল।

অনুষ্ঠান সূচিতে আরো ছিল, নবগঠিত মানবিক টিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান, নব নির্বাচিত এডমিন প্যানেলকে ফুল দিয়ে বরণ, বিদায়ী এডমিন ঝিলক জাহেদকে চট্টগ্রামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান, হালিশহরের বন্ধুদের পক্ষ থেকে গানের পাখি খ্যাত মাকসুদকে ক্রেস্ট প্রদান, পাহাড়ী মেয়েদের নৃত্য পরিবেশনা, সমাপিকা’র আবৃত্তি, বন্ধু বাবরের সৌজন্যে মেয়েদের মিউজিক্যাল চেয়ার, বন্ধু মাকসুদ, সাদাত, পাশা, রাণু ও সাজেদ ফাতেমীর চমৎকার গায়কীতে সঙ্গীত পরিবেশন এবং সবশেষে ছিল আকর্ষণীয় র‌্যাফল ড্র। সমাপনি বক্তব্যে অহিদ সিকদার অংশগ্রহণকারী বন্ধু, স্পন্সরসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দিনব্যাপী মিলনমেলার সমাপ্তি করেন।

0Shares

নিউজ খুজুন