ফিরিঙ্গিবাজারে ঝরে পড়া শিশুর অভিভাবকদের সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম(বিবিএফ) বাস্তবায়িত “আউট অব্ স্কুল চিল্ড্রেন” প্রোগ্রাম এর আওতায় ঝরে পড়া শিশুর অভিভাবকদের এক সভা ১ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডস্থ ‘নোয়াপাড়া শিখন কেন্দ্র’ তে অনুষ্ঠিত হয়। অভিভাবক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এই চলমান কর্মসূচি নেতৃত্ব প্রদানকারী সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এর মাধ্যমে বিবিএফ সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।
অভিভাবক সভায় বক্তারা বলেন, প্রত্যেক শিশুকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তাই সকল মা,বাবা,অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে। ঝরে পড়া ও স্কুল বর্হিভুত কোন শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে। নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডে সরকারের এই “আউট অব্ স্কুল চিলড্রেন প্রোগ্রাম” এর উপানুষ্ঠানিক স্কুল বা শিখন কেন্দ্র রয়েছে। যে সমস্ত অবহেলিত ও স্কুল বর্হিভুত শিক্ষার্থী শিক্ষা বঞ্চিত তাদেরকে শিক্ষার আওতায় আনার উদ্যোগ নিতে হবে। তবেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তব রূপ পাবে। নগরীর বিভিন্ন ওয়ার্ডের বস্তি এলাকায় নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষায় অন্তর্ভূক্ত করতে সরকার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। এ’ সব শিখন কেন্দ্রে স্কুল বর্হিভুত শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করতে আহবান জানান বক্তারা।
বিবিএফ এর থানা প্রোগ্রাম ম্যানেজার সুপম বড়–য়ার সভাপতিত্বে অভিভাবক সভায় আরো বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি সীমা দাশ, সাদিয়া বেগম, রেখা দাশ ও হ্যাপি দাশ। বিবিএফ সুপারভাইজার মাহবুবা আকতার চাঁদনীর সঞ্চালনায় সভায় শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের অগ্রগতি তথ্য উপস্থাপন করেন শিক্ষক শিল্পী দাশ ও শিক্ষক আইরিন আকতার।

0Shares

নিউজ খুজুন