ফটিকছড়ি সেলুন শ্রমজীবী সমবায় লি: এর নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান ফটিকছড়ি এক নাম্বার সানমুন কমিনটিসেন্টারে অনুষ্ঠিত হয়.ফটিকছড়ি সেলুন শ্রমজীবী সমবায় লি: এর সভাপতি বাবু সৃজন শীল এর সভাপত্বিতে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন. উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ. প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ফটিকছড়ি সেলুন শ্রমজীবী সমবায় সমিতি এর প্রধান উপদেষ্টা এড. উওম কুমার মহাজন.বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার কাউসিলর গোলাম মওলা গোলাম, ফটিকছড়ি পৌরসভার কাউসিলর ও বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,ফটিকছড়ি পৌরসভার কাউসিলর আবুল কাশেম,ফটিকছড়ি জুয়েলার্স সমিতির সভাপতি স্বপন কুমার ধর,বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এস এম সোলায়মান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা পরিষদ ভূজপুর শাখার সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী। অভিষেক অনুষ্ঠানে ফটিকছড়ি সেলুন শ্রমজীবী সমবায় লি: এর নব-নির্বাচিত সহ-সহাপতি মনতোষ দাশ,রঞ্জিত শীল.সাধারণ সম্পাদক নিখিল দাশ,সহ-সাধারণ সম্পাদক রুবেল দাশ ও প্রকাশ দাশ. অর্থ সম্পাদক লিটন কুমার দাশ সহ-অর্থসম্পাদক জিশু নাথ ও প্রবাশ শীল.সাংগঠনিক সম্পাদক মিটন কর, সহ সাংগঠনিক সম্পাদক নিকাশ দাশ ও জগদীশ নাথ.ধর্মীয় সম্পাদক খোকন শীল, সমাজ কল্যাণ সম্পাদক বাশু শীল.সাংস্কৃতিক সম্পাদক সমর্পন শীল .প্রচার সম্পাদক মিন্টু কান্তি নাথ ও জয় দাশ,দপ্তর সম্পাদক ছোটন দে ও ছোটন দে-২.সিনিয়র সদস্য লিটন শীল ও জন্টু শীল।