প্রিমিয়ার ইউনিভার্সিটি সিএসই বিভাগের চেয়ারম্যান মিনহাজ হোসাইন আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন গত ১৯ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর।

মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির,  দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভাগীয় চেয়ারম্যান ও কোঅর্ডিনেটরবৃন্দসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা, বন্ধুসভা সহ সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।

সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

0Shares

নিউজ খুজুন