প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের অনেক এলাকায় ডাক্তারদের বসবাসের ভালো ব্যবস্থা নেই। উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেক মেয়ে দায়িত্বরত। তাদের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। যদি গ্রামের সাধারণ মানুষের চিকিৎসার উন্নতি করতে না পারা যায় তাহলে কোনোদিন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা সম্ভব নয়। সারাদেশে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবা খাতের সমস্যাগুলোর সমাধানে সরকার কাজ করছে।
মন্ত্রী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ২০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব একথা বলেন। দেশের চিকিৎসকের মান অনেক ভালো কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার দরকার। তাহলে চিকিৎসকদের ভালো একটা পর্যায় নিয়ে যাওয়া সম্ভব হবে। ডাক্তার সংকট কাটানোর জন্য আরা নতুন করে কিছু চিকিৎসক নেয়ার প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে অচিরেই এ সংকট কাটিয়ে উঠা যাবে।
হাফিজ উদ্দিন এমপির সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য বিভাগের এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্জীব-মলতা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। পাশাপাশি তিনি দিনাজপুর জেলার খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন করেন।

0Shares

নিউজ খুজুন