প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সভ্য জাতি ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। সুশিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়তে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তিনি বলেন এ প্রজন্মের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা অর্জন অতীব গুরুত্বপূর্ণ। চসিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা একজন কর্মকর্তার চেয়েও বেশী, এরপরও শিক্ষার্থীরা যদি ভালো ফলাফল না করে তা হলে তা হবে দুঃখজনক। মেয়র বলেন, শিক্ষককে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করতে হলে তাদের সেভাবে দক্ষ হওয়া প্রয়োজন। একজন দক্ষ শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষাদান করতে পারলে সেই শিক্ষার্থীই নিজেকে সুশীক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। আজ সোমবার সকালে পোস্তারপার আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রী কলেজের তোরণ উদ্বোধন ও পরিচালনা কমিটি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। অধ্যক্ষ লাভলী মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মো. জাবেদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ, হাজী মো. ইদ্রিছ কাজেমী, হাজী মো. ইব্রাহীম, আলহাজ্ব মাহফুজুর রহমান, ওহীদুর রহমান মহসিন, হাজী শামসুল আলম প্রমুখ।
মেয়র আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাই শুধু শিক্ষা নয়। প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করাতে না পারলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ফলপ্রæস হবেনা। তিনি শিক্ষার্থীদের লাইব্রেরী মুখী, সাংকৃতিক চর্চ্চায় আগ্রহী করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহŸান জানান। মেয়র কলেজ পরিচালনা কমিটিকে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাÐ তদারকী ও সহযোগিতা করতে অনুরোধ জানান। তিনি কলেজের লাইব্রেরীকে আধুনিকায়ন করে শিক্ষা উপযোগী করা, পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরী ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরীতে মাঠ সংস্কার করা হবে বলে জানান।

0Shares

নিউজ খুজুন