প্রশাসনিক ট্রাইব্যুনাল স্পেশাল পিপি এড. কানু রাম শর্ম্মার পিতা শিক্ষাবিদ দূর্গাপদ শর্ম্মার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স – সাতকানিয়া থানার কৃতি সন্তান চরতি গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ দূর্গাপদ শর্ম্মা আজ ১৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১২.৪০ মিনিটে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৭বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও ৬ কন্যা সহ রেখে গেলেন অসংখ্য গুনগ্রাহী । উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রশাসনিক ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. কানু রাম শর্ম্মা ও সিএমএম আদালতের বেঞ্চ সহকারী মানু কান্তি শর্মার পিতা।

তাহার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ জানিয়ে বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান দৈনিক নিউজ চাটগা পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী। শোক বার্তায় বলেন তিনি এমন এক ব্যক্তি ছিলেন তাঁহার শিক্ষায় গড়ে উঠেছে সাতকানিয়া থানায় অনেক ছাত্র/ছাত্রী সরকারী উচ্চপদে পদমর্যাদায়।
শোক ও দুঃখ প্রকাশ করেন সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম বিভাগের আহবায়ক এড. তুষার সিং হাজারী ও নেতৃবৃন্দ। আরো শোক প্রকাশ জানান এড. সাইফুল অভি, এডভোকেট মানিক সেন, এডভোকেট মেজবাহ উদ্দীন, এডভোকেট জুয়েল চন্দ্র দাশ, এড. সুমন আচার্য আইনজীবি নেতৃবৃন্দ। । সৃজন সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ জানান প্রধান পৃষ্ঠপোষক কলামিষ্ট লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য আন্না ভট্টাচার্য্য, সভাপতি অভিষেক চৌধুরী, রক্তিম দেসহ বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0Shares

নিউজ খুজুন