প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কমাচ্ছে চসিক

বেকারত্ব সমস্যার সমাধানে প্রযুক্তি শিক্ষার মাধ্যমে জনগণকে জনশক্তিতে পরিণত করতে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বক্তারা।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন সেই লড়াইয়ে অবদান রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট চট্টগ্রামের তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করছে।
“প্রশিক্ষিত শিক্ষার্থীরা ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও পেশাজীবী হিসেবে একদিকে বেকারত্ব সমস্যার সমাধান করছেন অন্যদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।”
নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠানে তিনশতাধিক শিক্ষার্থী ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার স্টাডিজ এবং তিন মাস মেয়াদী সার্টিফিকেট ইন কম্পিউটার স্টাডিজের সনদলাভ করে।
প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া এ প্রতিষ্ঠানের জন্য নগরীর গণি বেকারি সংলগ্ন রহমতগঞ্জে স্থায়ী ক্যাম্পাস বরাদ্দ দিয়েছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, আবদুস সালাম, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিস আহমদ প্রমুখ।

0Shares

নিউজ খুজুন