নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান শাহীন নিয়োগে পেয়েছে । নিয়োগকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে বাংলাদেশের ডেপুটি এর্টনি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় ডেপুটি এর্টনি জেনারেল আবুল হাশেম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম,মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং সংবিধান সমন্নুত রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রত্যয়ে প্রত্যাশা আমাদের।
পাঠক সংখ্যাঃ ৭০
0Shares