প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডারের সাক্ষাৎ

মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। আজ ২৫ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি সৌজন্য সাক্ষাত করে মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস।
সৌজন্য সাক্ষাতকালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী বছরের ২৫ মার্চ চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ করার ঘোষনা দিয়ে এ সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি কামনা করেন।
কমান্ডার মোজাফফরের বক্তব্যের আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদেরকে অনেক ভালোবাসেন। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আগামী ২০২২ সালের ২৫ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিভাগীয় বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে বীর মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিতির জন্য অনুরোধ করেছেন। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হবে।

0Shares

নিউজ খুজুন