যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে একটি স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অব এক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো এ ইনস্টিটিউট নির্মাণ করতে যাচ্ছে।
উপদেষ্টা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা এবং করণীয় সম্পর্কে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে। তিনি আরো বলেন, স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্সসহ উন্নত অনেক রাষ্ট্র। বাংলাদেশও স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায়।
এসময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তর পর্বে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের চলমান সংকট কাটিয়ে ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ এবং কার্যক্রম চলমান রাখতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।