পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলোনা মৎস্যজীবিলীগ নেতা আজিজ

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলা মৎস্যজীবিলীগ নেতা আবদুল আজিজ (৪৮) কে আটক করলেন থানা পুলিশ। তিনি  ছাত্র-জনতার মিছিলের উপর হামলার ঘটনায় থানায় রুজুকৃত বিষ্ফোরক মামলার অন্যতম আসামী। তিনি উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার মজিদার পাড়ার মৃত আবদুর রহমান’র পুত্র এবং লোহাগাড়া ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। গত ২৫ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে তাঁর বাড়ি এলাকা থেকে গ্রেফতার করেন। অভিযান চলাকালে তিনি পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির পার্শ্বে পুকুরে ঝাঁপ দিলেও পুলিশ তাঁকে পানি থেকে তুলে গ্রেফতার করতে সক্ষম হন।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা বিষ্ফোরক মামলার পলাতক আসামী আবদুল আজিজ’কে পুলিশ অভিযান চালিয়ে তাঁর বাড়ি এলাকা থেকে গ্রেফতার করেন। অভিযান চলাকালে তিনি গ্রেফতার এড়াতে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেন। এরপর পুলিশ ও নিজেদের চেষ্টায় তাঁকে পানি থেকে তুলে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসেন বলে তিনি উল্লেখ করেন।

0Shares

নিউজ খুজুন