পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ গ্যাস-পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে : বিভাগীয় কমিশনার

অভিষেক চৌধুরী : অর্ন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা মতে সরকারী খাস ও ব্যক্তিগত পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের অবিলম্বে উচ্ছেদসহ তাদের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিছিন্ন করা হবে। পাহাড়ের পাদদেশে বসবাস করতে যারা সহযোগিতা ও উৎসাহিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। খাস ও ব্যক্তিগত পাহাড়ের কোন ধরণের ক্ষতি করা যাবেনা। অবৈধ বসতি উচ্ছেদসহ স্থায়ীভাবে সরকারি সম্পত্তি রক্ষার তাগিদ দিয়েছেন তিনি। এজন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, রেলওয়ে, ওয়াসা, বিদ্যুৎ ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে আন্তঃদপ্তর আলোচনা করে উচ্ছেদ পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশনা দেন তিনি।
আজ ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভায় এসব নির্দেশনা দেন পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম
তিনি বলেন, সরকারি, ব্যক্তিগত ও বিভিন্ন সংস্থার পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরিয়ে নিতে হবে। কোন দুর্ঘটনা ঘটলে পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ও বেসরকারি সংস্থার মালিকানাধীন পাহাড় থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করার পর যাতে বেদখল না হয় সেই ব্যবস্থা করতে হবে। পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিছিন্নকরণ কার্যক্রমের অগ্রগতি কতটুকু তা পনের দিন পর পর প্রতিবেদন আকারে জানাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।
চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভা সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিটি করপোরেশনের সিইও শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর আল নাসীফ, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার নিস্কৃতি চাকমা, বিজিবি’র কর্মকর্তা মেজর মোঃ আমিরুল ইসলাম, রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ডিজিএফআই’র উপপরিচালক মোহাম্মদ ইফতেখার উদ্দিন, র‌্যাবের এএসপি মোঃ নাসির উদ্দিন, জেলার সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক সোনিয়া সুলতানা, অঞ্চল পরিচালক মোঃ হাছান হাছিবুর রহমান, বিভাগীয় প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার, সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আবু ঈসা আনছারী, নির্বাহী প্রকৌশলী আসাদ বিন আনোয়ার, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী রানা চৌধুরী, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী, এএফএম নুর উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী সৈকত কান্তি দে, নির্বাহী প্রকৌশলী মোঃ ছানা উল্লাহ, ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম।
বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সিটি করপোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী, সিডিএ, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস ডিস্ট্রিবিউশন ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন