পার্বত্য চট্টগ্রামের অধিবাসীগণ পর্যায়ক্রমে সরকারি সহযোগিতার আওতাভুক্ত হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দেশের উন্নয়নে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা করা সরকারের একটি চলমান প্রক্রিয়া। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ সকলকে পর্যায়ক্রমে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতার আওতায় আনা হবে।

আজ রাঙামাটি সার্কিট হাউসে উপদেষ্টার সাথে ছাত্র প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ও কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে চায় সরকার। এছাড়া, সরকার দেশের সার্বিক উন্নয়নে এ অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে ওয়াহিদুজ্জামান রোমান, মোঃ ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান, এম আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন