পাকিস্তান এবং ভারত থেকে চাল নিয়ে বন্দরে দুটি জাহাজ

জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানিকৃত ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে mv SIBI

এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানিকৃত ১১হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv HT UNITE জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দু’টিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0Shares

নিউজ খুজুন