নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ফিল্ম সোসাইটি দীর্ঘ পাঁচ বছর পর নতুন উদ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের তৃতীয় তলায় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির মাধ্যমে সোসাইটির আনুষ্ঠানিক পুনর্জাগরণের ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শাহেজাহান এ্যানি এবং সাধারণ সম্পাদক হিসেবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের তানভীর জানি।
এছাড়া কমিটি অন্যরা হলেন সহ-সভাপতি ফাহিম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম নাঈম, প্রযোজনা সম্পাদক মিসবাহ খান, প্রকাশনা সম্পাদক অনিন্দ্য বড়ুয়া, এবং অর্থ সম্পাদক শাহারিয়ার নিলয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সজল চৌধুরী, সহকারী অধ্যাপক ও উপদেষ্টা নূর মোহাম্মদ খান, এবং সহকারী অধ্যাপক ও মডারেটর শাইলা শারমিন।
অতিথিবৃন্দ চুয়েট ফিল্ম সোসাইটির পুনরায় কার্যক্রম শুরুকে বিশ্ববিদ্যালয় জীবনে সৃজনশীল সংস্কৃতি পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, চলচ্চিত্রচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নান্দনিকতা ও সামাজিক দায়বোধ গঠনে গভীর ভূমিকা রাখে। তাঁরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই কমিটি চুয়েটে চলচ্চিত্রচর্চার নতুন ধারা সৃষ্টি করবে এবং তরুণ প্রজন্মের ভাবনাকে ইতিবাচক পথে অনুপ্রাণিত করবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ শাহেজাহান এ্যানি দৈনিক নিউজ চাটগাঁকে বলেন, “চলচ্চিত্র মানুষের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গভীর প্রভাব ফেলে। এটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের মৌলিক ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। নতুন যাত্রার মাধ্যমে চুয়েট ফিল্ম সোসাইটি চুয়েট ক্যাম্পাসে একটি সুন্দর, নিরপেক্ষ ও সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে, যেখানে শিক্ষার্থীরা তাদের চিন্তা, সৃজনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিকাশের সুযোগ পাবে।”
অনুষ্ঠানের শেষ অংশে ফিল্ম সোসাইটির আগাম কার্যপরিকল্পনা উপস্থাপন করা হয়। নতুন কমিটি শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণ, বিশ্লেষণ ও প্রদর্শনমূলক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করে।
অন্যরা জানান, চুয়েট ফিল্ম সোসাইটি আগামী দিনগুলোতে শুধু একটি ক্লাব নয়, বরং একটি সৃজনশীল পরিবার হিসেবে ক্যাম্পাসে চলচ্চিত্রচর্চার ধারাবাহিকতা ফিরিয়ে আনবে।
দীর্ঘ বিরতির পর এই নতুন সূচনা চুয়েটের শিক্ষার্থীদের মধ্যে এক নবজাগরণের আবহ তৈরি করেছে — যেখানে আলো, ক্যামেরা ও গল্পের ভাষায় আবারও বেঁচে উঠছে “চুয়েট ফিল্ম সোসাইটি”।