পশ্চিম বাকলিয়া মশা নিধন কার্যক্রম শুরু কাউন্সিলর শহিদের

ডেঙ্গু-ম্যালেরিয়ার আশঙ্কায় মশার উপদ্রব কমাতে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের দেওয়ান বাজার এলাকায় মশার ওষুধ ছিটিয়েছেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম। ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী, সেবক ও স্প্রেম্যানদের নিয়ে তিনি আজ শনিবার (২১ মে) সকালে এই কার্যক্রম শুরু করেন। সকালের বৃষ্টির কারণে সাময়িক বিঘœ ঘটলেও মশানিধনের এই কার্যক্রম পুরো ওয়ার্ডে চালানো হবে জানান কাউন্সিলর। তিনি বলেন,সামনে বৃষ্টির মৌসুম আসছে। ডাবের খোসা,ছাদের কার্নিস, ফুলের টব গাড়ির টায়ারে বৃষ্টির জমে থাকা পানিতে এডিশ মশা বংশবিস্তার করে । ঘরে থাকা রেফ্রিজারেটরের ট্রের জমা পানিতেও এডিশের লার্ভা থাকতে পারে। তাই ঘরদোড়,বাড়ির আঙিনা ও নিজের ঘরের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প কোন পথ নাই। তিনি ওয়ার্ডের বাসিন্দাদের নালা-নর্দমা, খাল ও মশার উপদ্রব বাড়তে পারে এরকম স্থানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন,তাই কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীরও নাগরিক সচেতনতা প্রয়োজন। এসময় স্থানীয় বাসিন্দদের মধ্যে ড.মনজুরুল আমীন,আব্দুল হাকিম,ইয়াছিন টিপু,পরিচ্ছন্ন সুপারভাইজার মো.সফি কাউন্সিলরের সাথে ছিলেন।

0Shares

নিউজ খুজুন