বিজয়ের সূবর্ণ জয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮টায় ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বিকালে শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও আলোচনা সভা। কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বিজয়ের সূবর্ণ জয়ন্তিতে নতন প্রজন্মকে সুখি সমৃদ্ধ দেশ গঠনে শপথ নেয়ার আহ্বান জানান। এতে ছাত্রনেতা সমর দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো.মুসা,চকবাজার থানা আওয়ামী লীগের সম্পাদকীয় ম-লীর সদস্য রতন ভট্টাচার্য,চকবাজার থানা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম এ হান্নান,মোহাম্মাদ মহসিন,চকবাজার ইউনিট আওয়ামী লীগ নেতা মো.সোলায়মান,যুবনেতা মাঈনুল কামাল। অন্যান্যযদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা ওমর ফারুখ সনেট,স্বেচ্ছাসেবকলীগ নেতা মুন্না খান,মৎস্যজীবী লীগ নেতা হেলাল, ছাত্রলীগ নেতা প্রবাল রায় চৌধুরী,সৌরভ দাশগুপ্ত,সৌরভ দাশ মিসবাউর রহমান,আকিব, খাদিজা বেগম প্রমুখ। শেষে শিশু কিশোররা আবৃত্তি ও ছড়াগান পরিবেশন করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।