পশ্চিম বাকলিয়ায় উন্নয়ন কাজের উদ্বোধন

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আজ ১৩ আগস্ট শনিবার সকালে আরো দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। যে দুটি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করা হলো সেগুলো হলো ডিসি রোডওমর ফারুক বাই লেন ও শন্তিনগর বগারবিল ইউনূছ রোড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মো.শহিদুল আলম এই দুটি সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। উদ্বোধনকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, এখনো নতুন কোন বরাদ্দ ছাড়া এই ওয়ার্ডের পুরনো প্রকল্প থেকে অর্থ সাশ্রয় করে আমরা ওয়ার্ডের বিভিন্ন লেনের রাস্তার সংস্কার ও উন্নয়ন করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের মেয়র রেজাঊল করিম চৌধুরীর একান্ত সহায়তায় এসব উননয়ন কাজ করা সম্ভব হ”েছ। আমরা এজন্য ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে ইদানিংকালে জলাবদ্ধতা ও পূর্ণিমার জোয়ারের কারণে এলাকার প্রায় সব সড়কই ক্ষতিগ্রস্ত হ”েছ। তাই এব্যাপারে সিডিএ কর্পোরেশনের সাথে সমন্বয় করে নগরীর নালা-খালগুলো পরিস্কার করলে জলাবদ্ধতাকে সহনীয় পর্যায়ে রাখা যাবে বলে মনে হয়।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর (১৭,১৮,১৯) শাহীন আক্তার রোজী, প্রকৌশলী মো. সদরুল হক, মো.শওকত আলী, সুপারভাবইজার মো. কামাল উদ্দিন, আব্দুল হাকিম মেম্বার, মো. মহসিন, কামাল আহমেদ, মুজিবুর রহমান,আফজাল হোসেন, নাজিম দেওয়ান,মো ইয়াসিন, রিফাত এরিম (রাসেল) এডভোকেট মহিবুর রহমান, ছৈয়দ রিফাত,আমিন নেওয়াজ খান, জাবেদ হোসেন। দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মদিনা মসজিদের হাফেজ আরমান।

0Shares

নিউজ খুজুন