পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

পাঁচলাইশ মডেল থানার এসআই মোঃ নুরুল আবছার, এসআই মোঃ মনির উদ্দিন, এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মল হোসেন, এএসআই রাজীব দে ও এএসআই রিগান চাকমা পাঁচলাইশ থানাধীন রুবী গেইট এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত দুইজন আসামি গ্রেফতার করা হয়।

নারী ও শিশু মামলা নং- ৫৪/১১, পাঁচলাইশ থানার মামলা নং- ২২(৮)১০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) সংক্রান্তে সাজাপ্রাপ্ত আসামি আবু সুফিয়ান মনি।

পরবর্তীতে একেখান এলাকায় অভিযান পরিচালনা করে অর্থঋণ জারি মামলা নং- ১৫/২৩ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৫ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ শওকত হোসেন বাবুলকে গ্রেফতার করা হয়।

0Shares

নিউজ খুজুন