পদ্মা সেতু জাতিকে উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

গত ২৭ জুন বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রামস্থ দোস্ত বিল্ডিং কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন পদ্মা সেতু উদ্বোধন করে সমগ্র বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে এক অভাবনীয় সাফল্যে উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দ্রব্য মূল্য, চাল, ডাল, তৈল ও জ্বালানীসহ জিনিসপত্রে উর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের ভয়াবহ বন্যায় জনগণের ক্ষয়ক্ষতিতে দু:খ প্রকাশ করেন এবং বৃহত্তর সিলেটকে দুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ তৎপরতা জোরদার করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য বাবু ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোঃ হাসেম, কেন্দ্রীয় সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, মহানগর সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস.এম আক্তারুল আলম, মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবুল হক, বাংলাদেশ জাসদ নেতা ওবায়দুল হক, আলহাজ্ব খোরশেদুল আলম, আবদুল লতিফ, এস.এম ইউসুফ, হায়দার আলী প্রমুখ।

0Shares

নিউজ খুজুন