চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য গতকাল অব্যাহতি চেয়ে আবেদনপত্র পাঠান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন চবি উপাচার্য।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য শিক্ষা বিভাগের অধ্যাপক বেণু কুমার দে এবং প্রশাসনিক অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী উপ-উপাচার্য পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাছে দুই জনেই পদত্যাগপত্র জমা দেন।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ উপাচার্য এবং দুই উপ-উপাচার্য অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করে।
পাঠক সংখ্যাঃ ৬৭
0Shares