পটিয়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার 

অজ্ঞাতনামা চোর/চোরেরা পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলাল এর বসতঘর হতে ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকার স্বর্নালংকার, নগদ ১,৫০,০০০/- টাকা, দুবাইয়ের ৫,০০০/- দেরহাম সহ ০৩টি স্মার্ট ফোন চুরি করে।
একই রাতে ঐ এলাকার নুর আহম্মাদ এর বাড়ী হতে ৪,১০,০০০/-টাকা মূল্যের স্বর্নালংকার, নগদ ১০,০০০/- টাকা, ০২টি স্মার্ট ফোন ও ১ টি মোবাইল ফোন চুরি হয়।
উক্ত চুরি ঘটনায় দুবাই প্রবাসী মোহাম্মদ হেলাল এর দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে পটিয়া থানার মামলা রুজু হয়।
আবু জায়েদ মোঃ নাজমুন নূর, অফিসার ইনচার্জ, পটিয়া থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ আব্দুল বাতেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পটিয়া থানা এলাকার অভিযান পরিচালনা করে মামলা রুজুর ০২ ঘন্টার মধ্যে উক্ত চুরি মামলার মূল রহস্য উদঘাটনপূর্বক ঘটনায় জড়িত আসামী ১। নুরুল হাকিম শুভ(২৫), পিতা-নুরুল আবছার, মাতা-বিলকিছ আক্তার, সাং-কুসুমপুরা (মইল্যা পুটির বাড়ী), ১নং ওয়ার্ড, কুসুমপুরা ইউনিয়ন, ২। রিয়াজুর রহমান নিক্সন(২৪), পিতা-হাসান আলী, মাতা-রিজিয়া বেগম, সাং-কুসুমপুরা(ইব্রাহিম সওদাগর বাড়ী), ১নং ওয়ার্ড, কুসুমপুরা ইউনিয়ন, ৩। মোঃ এরশাদ হোসেন(২০), পিতা-গোলাম কাদের, মাতা-খতিজা বেগম, সাং-কুসুমপুরা (নুর মেম্বারের বাড়ী), ২নং ওয়ার্ড, কুসুমপুর ইউনিয়ন, সর্ব থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করেন।
এসময় আসামীদের হেফাজত হতে মামলার ঘটনায় চুরি যাওয়া একটি স্বর্নের হার, একটি স্বর্নের চেইন,  একটি স্বর্নের আংটি, ৪টি স্মার্ট ফোন,  একটি বাটন ফোন ও  নগদ ৪৮০০/- টাকা উদ্ধার করেন।
0Shares

নিউজ খুজুন