ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এই আত্মত্যাগ : ফরিদা খানম

বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৭ জানুয়ারি গোমদণ্ডী পাইলট স্কুল মাঠে তারুণ্যের মেলা উদ্বোধন সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানে হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব হিমাদ্রী খীসার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহিদ ইঞ্জিনিয়ার ওমরের মা রুবি আকতার ও আহত মো.শাকিল সহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবে তরুণরা যে সাহস দেখিয়েছে, যে স্বপ্ন নিয়ে তারা দীর্ঘদিনের ফ্যাসিজমকে বিতাড়িত করেছে, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব রয়েছে। জুলাই বিপ্লবের চেতনা যেন আমরা ভুলে না যাই। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এই আত্মত্যাগ। ধর্ম বর্ণ বিভেদ না করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। তারুণ্যের শক্তিকে জাগ্রত করতে ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন।

বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “তারুণ্যের মেলা” ৩ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ ওমরের কবরস্থান সংরক্ষণ প্রকল্প উদ্বোধন; ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান; সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য ১ লক্ষ ৩২ হাজার ব্যয়ে ৩টি মুদির দোকান প্রদান; মাদ্রাসার ছাত্র আয়াতের চক্ষু চিকিৎসার জন্য ৫০০০০ টাকা অনুদান প্রদান; উপজেলা কৃষি বিভাগের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় ৩টি প্রদর্শনী প্রাপ্ত কৃষকের মাঝে বোরো ধানের ৩০টি বীজ সংরক্ষণ পাত্র প্রদান; ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ২৯ জন রোগীকে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান বিতরণ ইত্যাদি।
সফরকালে জেলা প্রশাসক বোয়ালখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৬টি প্রকল্পের মোট ২ কোটি ৪০ লক্ষ টাকার ৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

0Shares

নিউজ খুজুন