নৈরাজ্য ঠেকাতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে সারাদেশে দেশে সংঘটিত স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য ও নাশকতায় সরকারের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও শতশত গাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক তান্ডবের ঘটনায় অনেকের প্রাণহানি ঘটেছে। বর্তমানে দেশ কঠিন সময় অতিক্রম করছে। মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী নৈরাজ্য ঠেকাতে প্রত্যেক উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ২০১৩ সালে গঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে পূনঃরায় সক্রিয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা ও মহানগর সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রয়োজন অনুসারের অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরে প্রেরণ করতে হবে। এ জন্য উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির কার্যক্রম প্রতিমাসে প্রতিবেদন আকারে জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। আজ ২৮ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম একটি বিভাগীয় শহর। এখানে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্তে কোর কমিটি রয়েছে। দেশে যে দিন থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সে দিন থেকে বিভাগীয় ও জেলা কোর কমিটির সভার করেছি। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও মেট্টোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে বিভাগীয় কোর কমিটি, ডিআইজি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী-নৌ-বাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, আনসার-ভিডিপি থেকে শুরু করে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সকলে মিলে জেলা কোর কমিটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছিলাম। নাশকতাকারীরা কোথায় কোথায় অবস্থান নিতে পারে সে সকল বিষয়ে অবগত হয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। সেজন্য নাশকতাকারীরা চট্টগ্রামে সে ধরনের কিছু করতে দেয়া হয়নি। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কারণে সন্ত্রাসী এখানে কিছুই করতে পারেনি। সামনের দিনগুলোতেও আমরা সমন্বিতভাবে কাজ করবো।
সভায় পাট অধিদপ্তর, বিসিক, বিএসটিআই, বিআরটিএ, মহিলা বিষয়ক কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়, বন বিভাগসহ সরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে গুরুত্বারোপসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক সংস্কার ও স্থাপন এবং স্কুলগুলোর ভূমি জঠিলতা নিরসনের তাগিদ দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট।
সভায় সিএমপি’র নবাগত উপ-পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী বলেন, কোথাও সন্ত্রাস ও নাশকতার তথ্য পেলে আমাদেরকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। জানমালের নিরাপত্তায় মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে।
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ বলেন, সাম্প্রতিক সময়ে দুস্কৃতিকারীদের হামলা, অগ্নিসংযোগ ও নাশকতায় বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় সকল সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে মোটরযানের বিভিন্ন ডকুমেন্ট হালনাগাদের জন্য জমা দেয়া সরকারী ফি’র রশিদ প্রদর্শন করতে পারলে পুলিশ ঐসব মোটরযানের বিরুদ্ধে যাতে মামলা রুজু করতে না পারে সে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইলিয়াছ চৌধুরী বলেন, দেশে নাশকতা ও নৈরাজ্য চলাকালীন সময়ে সকল সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার-নার্স-কর্মচারীরা সার্বক্ষনিক চিকিৎসা-সেবা দিয়েছে। চট্টগ্রামে আবারও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
সভায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগণ তাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলোর কথা তুলে ধরেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিএমপি’র নবাগত উপ-পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আবদুর রহমান, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), আবুল কাশেম চিশতী (রাঙ্গুনিয়া), ফারুক চৌধুরী (কর্ণফুলী), কাজী মোজাম্মেল হক (আনোয়ারা), মোঃ জাহেদুল হক (বোয়ালখালী), মোঃ এনায়েত হোসেন (মিরসরাই), মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (সীতাকুন্ড), এসএম আনোয়ার হোসেন (সন্ধীপ), ইউনুস গণি চৌধুরী (হাটহাজারী), মোঃ নাজিম উদ্দিন মুহুরী (ফটিকছড়ি), জসিম উদ্দিন আহমেদ (চন্দনাইশ), কাজী মোজাম্মেল হক (আনোয়ারা), উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম (সীতাকুন্ড), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), অংগ্যজাই মারমা (রাউজান), মোঃ রায়হান মেহেবুব (রাঙ্গুনিয়া), হিমাদ্রী খীসা (বোয়ালখালী), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), মোঃ আলাউদ্দিন ভূঁঞা (পটিয়া), মিল্টন বিশ্বাস (চন্দনাইশ), মুঃ ইনামুল হাছান (লোহাগাড়া), মাসুমা জান্নাত (কর্ণফুলী), মোঃ ইশতিয়াক ইমন (আনোয়ারা), জেসমিন আক্তার (বাঁশখালী), পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা জেলার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ ওয়হিদুর রহমান, মহিলা বিষয়ক উপ-পরিচালক আতিয়া চৌধুরী, বিআরটিএ’র সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, বিএসটিআই প্রতিনিধি রাজীব দাশ গুপ্ত, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ (রাউজান), বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (সীতাকুন্ড), মুঃ মাহাবুবুল আলম (চন্দনাইশ), মোঃ গিয়াস উদ্দিন (মিরসরাই), মোঃ ইসমাইল প্রমূখ।

0Shares

নিউজ খুজুন