নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

আজ জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের রেয়াজুদ্দিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ, সুব্রত হালদার ও মোহাম্মদ আলমগীর হোসেন। মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসংগতির জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ টি মামলায় ০৩ জন অভিযুক্তকে ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, চট্টগ্রাম মহানগর এর কর্নেলহাট কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা ও জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়মের জন্য কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২ টি মামলায় ৫৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে চট্টগ্রাম মহানগরের ধনিয়ারপুল বাজার এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পতেঙ্গা সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় যথাযথ মূল্যতালিকা না থাকা ও ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ টি মামলায় অভিযুক্তদের ১৬,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। পুরো রমজান মাসব্যাপী জেলা প্রশাসনের এরূপ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।
0Shares

নিউজ খুজুন