চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল গ্রামে বাহাদুর খান চৌধুরী বাড়ি প্রাঙ্গণে গ্রামীণ জনপদের নিম্নবিত্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি স্বৈরাচার পতন আন্দোলন এ রাজপথের সৈনিক জননেতা আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এমন উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান শ্রেণি যদি নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। সরকার যেমন উন্নয়নমূলক কাজ করছে, তেমনি আমাদেরও দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো। নারী ও শিশুদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। একমুঠো চাল, একমুঠো ডাল দিয়েও আমরা একটি পরিবারে হাসি ফিরিয়ে আনতে পারি। এই উদ্যোগ কেবল সহায়তা নয়, এটি মানবতার দৃষ্টান্ত। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই। এই কর্মসূচির আওতায় মোট শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি লবণ।
প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমরা মানবতার দৃষ্টিকোণ থেকে আজ এই কর্মসূচি হাতে নিয়েছি। দেশের প্রতিটি গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সমাজের বিত্তবান শ্রেণি যদি নিজের এলাকার দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসে, তাহলে কেউ অনাহারে থাকবে না। ধর্ম আমাদের মানবসেবার শিক্ষা দেয় — সেই চেতনাই আমাদের এই উদ্যোগের প্রেরণা।
আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেশের সকল দল মত নির্বিশেষে সার্বজনীন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি উপস্থিত সকলকে জাতীয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং এ বিএনপি কতৃর্ক যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে একাত্বতা ঘোষনা করে এবং তার সাথে দেশ ও সমাজ উন্নয়নের কাজ করার অঙ্গীকার করেন।
সভায় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ওলামা দলের সিনিয়র যুগ্ম—আহবায়ক হাফেজ মাওলানা মোঃ ফোরকান, ওলামা দল মাওলানা আবদুল হামিদ, ওলামা দল মাওলানা আবদুল গফুর, মাওলানা শোয়াইব, আলহাজ্ব জাফর উল্লাহ খান চৌধুরী, জাতীয়তাবদী ওলামাদলের মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা মিশকাত, কাজী সিরাজ প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।