নারী ওয়েল্ডারদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস

আসন্ন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আজ ৬মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস কর্তৃক নারী ওয়েল্ডারদের “অগ্নিকন্যা সম্মাননা স্মারক” প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন কাজে জাতীয় দক্ষতা সনদ প্রাপ্ত নারী ওয়েল্ডারদের তাদের কাজের জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও দুজন নারী ওয়েল্ডারদের সম্মাননা প্রদান করা হয়।

এ বছর শিক্ষা ও প্রকৌশল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তমা বসাক এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া তাসনিম তানহা। উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেটিটিসি চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেড ইন্সট্রাক্টর মোঃ ইমরান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াজেদ আলী, দেবধন বড়ুয়া ও মোঃ ইলিয়াস কাঞ্চন। মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের জনশক্তি কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও প্রসারে বাংলাদেশ সরকার নানা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন যাদের মধ্যে নির্মাণ ও মেরামত শিল্পে ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন অন্যতম।সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সরকার নানামুখি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এই সেক্টরে কাজ করে এমনই কিছু নারীদের খুঁজে বের করেছে বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস এবং তাদের নিয়ে আয়োজন করছেন “অগ্নিকন্যা সম্মাননা” যা বেশ সুন্দর একটি উদ্যোগ বলে আমি মনে করি।

ওয়েল্ডারদের নিয়ে এমন আয়োজন দক্ষতা বৃদ্ধিতে নারীর অংশগ্রহণে যেমন আগ্রহী করবে, তেমনি নারী প্রতি সম্মান প্রদর্শিত হবে।লিঙ্গ বৈষম্য দূর করে কর্মক্ষেত্রেও নারী ওয়েল্ডারদের গুণগত উন্নয়নের জন্য আরো কাজ করে যাবেন এই আশা করছি। তিনি ওয়েল্ডিং এর স্থায়ী জোড়ার মত সকলকে সোসাইটির কার্যক্রমে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে ও ঐক্যের সাথে কাজ করার আহবান জানান।

২০২৪ সালে শিল্পকারখানা ও প্রশিক্ষণ কেন্দ্র ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত হয় আবুল খায়ের স্টিল প্রোডাক্ট লিঃ কর্মরত শুকরিয়া আক্তার মুন্নি ও আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট(এএসপিআই) ইন্সট্রাক্টর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফাইড ট্রেইনার এন্ড এ্যাসেসর ইভানা আরফিন।

উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সাব্বির হোসেন রুমান, ফারিয়া আরফিন,মোঃ ইয়াসিন,মোঃ শহিদুল ইসলাম,,মোঃ রাজিব হোসেন সহ বিকেটিটিসি চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেডের প্রশিক্ষণার্থীগণ।

0Shares

নিউজ খুজুন