নারীনেত্রী বেগম মুশতারি শফীর মৃত্যুতে সমাজ সমীক্ষা সংঘের শোক

২০ ডিসেম্বর শহীদজায়া ও নারীনেত্রী বেগম মুশতারি শফীর মৃত্যুতে সমাজ সমীক্ষা সংঘের শোক প্রকাশ
সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু ও নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব একযুক্ত বিবৃতিতে শহীদজায়া, মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী বেগম মুশতারি শফীর মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান এই কঠিন সময়ে বেগম মুশতারি শফীর মৃত্যু জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি। বেগম মুশতারি শফীর বর্ণাঢ্য জীবনের অনুসরণে অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

0Shares

নিউজ খুজুন