নাজিরহাট পৌরসভার নৌকার প্রার্থী এ কে জাহেদ চৌধুরী

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : আসন্ন নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার মনোনয়ন পেয়েছেন কলামিস্ট লায়ন এ কে জাহেদ চৌধুরী। আজ ১৫ ফেব্রুয়ারি গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী ঠিক করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়।

আগামী ১৬ মার্চ নাজিরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, একজন ক্রীড়া ও যুব সংগঠক হিসেবেও এ কে জাহেদ চৌধুরী সমধিক পরিচিত। সাবেক ছাত্রনেতা জনাব এ কে জাহেদ চৌধুরী ছাত্র জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ছাত্র রাজনীতির প্রচার ও প্রসারে তিনি চট্টগ্রাম ও ফটিকছড়িতে ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছেন। ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে তিনি চট্টগ্রাম জেলা যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম ইলিয়াছ মানিক মিঞার আহ্বানে জেলা যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর জেলা যুবলীগের তৎকালীন আহ্বায়ক আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য হন এবং ১৯৯০ থেকে ২০০৩ সাল পর্যন্ত যুব আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন। এরপর তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি ২০১৪ সাল থেকে ২০২১ পর্যন্ত ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

0Shares

নিউজ খুজুন