নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন আগামী ২৯ জুলাই সোমবার ও ৩০ জুলাই মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিলের সময়সীমা মাধ্যমে আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এসময়ে কারফিউ শিথিল থাকবে।
২৮ জুলাই চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সোমবার ও মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা।
পাঠক সংখ্যাঃ ৭৬
0Shares