ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে লোহাগাড়ায় ছাত্র-জনতার মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক লোহাগাড়া : চলমান ধর্ষণ ঘটনার সহিত জড়িত ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন লোহাগাড়ার ছাত্র-জনতা। এ ব্যাপারে ৯ মার্চ বাদ তারাবী রাত ১০ টায় বটতলী মোটর ষ্টেশন চত্বরে এক মশাল মিছিল বের হয়। বিভিন্ন শ্লোগান সহকারে মিছিলটি ষ্টেশন চত্বর প্রদক্ষিণ করে। পরে মাশাবি হোটেল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র নেতা আবদুল্লাহ আল নোমান। উপস্থিত ছিলেন তামিম মির্জা, রাকিবুল হাসান, হুমায়নুর রশিদ, মোঃ রাফি, মোঃ তারেক, আরফাত হোসেন, রাকিবুল ইসলাম, বাহার উদ্দীন, তানবির হোসেন, আরিয়ান হাসান, সাদমান গাজী, সাইফুল ইসলামসহ অন্যারা।

0Shares

নিউজ খুজুন