দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রামের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক পূর্বতারা’র প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক চট্টগ্রামের প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এবং চট্টগ্রাম সদর আদালতের সাবেক অনারারী ম্যাজিষ্ট্রেট মরহুম অধ্যাপক আফজল মতিন সিদ্দিকীর আজ ৪জুলাই সোমবার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ী ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের শাহ মোহাম্মদ মসজিদে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও বাদে আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ সংবাদপত্র পরিষদ ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সদস্য ছিলেন। পূর্বাঞ্চলীয় সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ফটিকছড়ি উপজেলার অন্যতম সেরা বিদ্যাপিঠ নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।